• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

ভুয়া এলসি করে ২৫০ কোটি নয়ছয়-শাহজালাল ব্যাংকের ডিএমডি সাইজ


প্রকাশিত: ৭:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

এস রহমান : ভুয়া এলসির মাধ্যমে আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি মনজেরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ঘটনার সময় তিনি জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ছিলেন।
dmd-shajalal bank-www.jatirkhantha.com.bd
মনজেরুল ছাড়া অন্য আসামিরা হলেন— জনতা ব্যাংকের সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, আঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন ব্যাবস্থাপক এ এস এম জহিরুল ইসলাম ও মেসার্স ঢাকা ট্রেডিং হাউজের স্বত্বাধিকারী মো. টিপু সুলতান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপপরিচালক শামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজ লিমিটেডের নামে এলসি খুলে মালামাল আমদানি না করে টাকা স্থানান্তরের মাধ্যমে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাত্ করেন। ২০১০ থেকে ১২ সালের মধ্যে এ ঘটনা ঘটে।