• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ভুল চিকিৎসায় কোন ছাড় নেই:স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ৭:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

মেডিকেল রিপোর্টার : শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আমি নিজেও দায় এড়াতে পারি না। যারা এর সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবেনা, এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আগেও বলেছি এখনও বলছি ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো।এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযান অব্যাহত থাকবে। আজ সকাল থেকে অভিযান শুরু হয়েছে। অভিযানে আমি নিজেও থাকবো।

ওষুধের দাম নিয়ন্ত্রণে বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম এমনভাবে কমাতে হবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। যেকোনো উপায়ে ওষুধের দাম কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের বৈঠক থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা।