ভিকটিম হিসেবে আদালতে পাঠানো হবে কথিত অপহৃত কবি ফরহাদ মজহারকে!
বিশেষ প্রতিনিধি : ভিকটিম হিসেবে আদালতে পাঠানো হবে কবি ফরহাদ মজহারকে। নিখোঁজ’ হওয়া নিয়ে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আব্দুল বাতেন বলেন, জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার জানিয়েছেন, ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাড়ি থেকে বের হন। এ সময় অজ্ঞাত কয়েক যুবক চোখ বেঁধে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই।ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রী থানায় একটি জিডি করেন।
জিডিটি মামলা আকারে নেওয়া হয়েছে। এতে ভিকটিম হিসাবে ফরহাদ মজহারকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তার জবানবন্দি অনুযায়ী তদন্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার ডিসি মাসুদুর রহমান, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।