ভাড়া না দিয়ে পায়ে গুলি-নেতার মগেরমুল্লুক…
বিশেষ প্রতিনিধি : রাজধানীতে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন সোহেলের রিমান্ড আবেদন নাকচ করে জামিন দিয়েছেন আদালত।আজ শনিবার দুপুর ১টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যাচেষ্টা মামলায় সোহেলকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে বনানী থানার পুলিশ।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম গোলাম নবীর আদালতে আজ বিকেল পৌনে ৪টায় শুনানি হয়। শুনানির সময় সোহেলের আইনজীবী জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পুলিশের করা রিমান্ড আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে প্রসিকিউশন বিভাগের প্রধান উপকমিশনার আনিসুর রহমান জাতিরকন্ঠকে রিমান্ড চাওয়ার কথা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) ফরিদ মিয়া জানান, আজ বাদী আদালতে হাজির ছিলেন।
তিনি বিচারককে শুনানির সময় বলেন, আসামি জামিন পেলে আপত্তি নেই। তখন বিচারক আসামিকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।রিকশাচালক কবিরকে পায়ে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল শুক্রবার দুপুরে বনানী এলাকা থেকে যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার গুলশান থেকে কবিরের রিকশায় বনানী আসেন সোহেল। নির্দিষ্ট স্থানে পৌঁছে রিকশাওয়ালা কবির ভাড়া চাইলে ভাড়া না দিয়ে উল্টো কবিরের পায়ে গুলি করে পালিয়ে যান যুবলীগ নেতা। পরে এ ঘটনায় বনানী থানায় ৩০৭ ধারায় একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। এ ধারার মামলাটি জামিন অযোগ্য ও আপসযোগ্য নয়।