• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

ভাড়াটে কিলার রাজু গুলিতে নিহত


প্রকাশিত: ১২:১০ পিএম, ৭ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

যশোর প্রতিনিধি :  যশোরের মনিরামপুর উপজেলার রাজু সরদার (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, লাশটি গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার killer-www.jatirkhantha.com.bdস্মরণপুর গ্রামের একটি সরিষাক্ষেতে পড়ে ছিল।আজ রোববার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু নাসের।এএসপি আরো বলেন, ‘নিহতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’নিহত রাজু সরদার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জাতিরকন্ঠকে বলেন, ‘রাজু সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটে খুনী। তাঁর বিরুদ্ধে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার সময় ছুরিকাঘাতে নিহত আওয়ামী লীগ কর্মী মিলন হত্যা মামলাসহ ২৬টি মামলা রয়েছে।’‘প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে রাজু সরদার নিহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ’, যোগ করেন ওসি।