ভালবাসায় ২২ বছর পাহাড় কাটলেন দশরথ
নিউজ এক্সপ্রেস অবলম্বনে প্রিয়া রহমান.ঢাকা: ভারতীয় এক নাগরিক স্ত্রীর প্রেমে ২২ বছর যাবত পাহাড় কেটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। সেই গল্প লাইলি মজনুর প্রেমের মতই স্মরণীয়।
নাম দশরথ মাঞ্জি। পেশায় একজন শ্রমিক। পূর্ব ভারতের বিহারে ছিল তার বসবাস। ১৯৫৯ সালে একটি দুর্ঘটনায় তার স্ত্রী মারাত্মক আহত হয়। কিন্তু উঁচু পাহাড়ের কারণে ঠিক সময় স্ত্রীকে হাসপাতালে নিতে পারেননি দশরথ মাঞ্জি। পথে মারা যায় দশরথ মাঞ্জির স্ত্রী। স্ত্রী মারা যাওয়ার পথ দশরথ মাঞ্জি ভাবলেন, তিনি এ পাহাড় কেটে এমন এক পথ তৈরি করবেন যাতে আর কারও স্ত্রী এভাবে মারা যেতে না হয়।
সেই থেকে একটি হাতুড়ি এবং শাবল দিয়ে পাহাড় কাটা শুরু করেন দশরথ মাঞ্জি। তখন গ্রামবাসীরা দশরথ মাঞ্জিকে পাগল বলে আখ্যায়িত করতে থাকে। তবে এ পাগলই ২২ বছরে অসম্ভবকে সম্ভব করে দেখান। পাহাড়ের বুক কেটে ৩৬০ ফুট লম্বা পথ তৈরি করেছেন। যার কারণে হাসপাতালটির পথ ৫৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটারে কমে আসে।
দশরথ মাঞ্জি ২০০৭ সালের ১৭ আগস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আজও থেকে গেছে দশরথ মাঞ্জির এ কাজটি। দশরথ মাঞ্জি স্বামী স্ত্রীর ভালবাসার এক অনন্য প্রেরণা। যে বন্ধন পাহাড়ের বুক চিড়তেও প্রেমিককে বাধ্য করে।