ভালবাসার বইয়ের কেরামতি-ফেসবুক থেকে গায়েব ইহুদি-আরবদের চুম্বন দৃশ্য
অনলাইন ডেস্ক রিপোর্টার: ইহুদি ও ফিলিস্তিনিদের চুম্বন দৃশ্যের ভিডিওটি উধাও হয়ে গেছে ফেসবুক থেকে। এটি প্রকাশের পর থেকেই ইসরায়েলে শুরু হয় তোলপাড়। ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে, ইসরায়েলে ঘৃণা আর বৈষম্যের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি তৈরি করে ‘টাইম আউট’ সাময়িকীর তেল আবিব সংস্করণ। এতে ছয় যুগলকে চুমু খেতে দেখা যায়; যাদের মধ্যে ইহুদি-আরব নারী-পুরুষ থেকে শুরু করে সমকামীসহ সব ধরনের যুগলই রয়েছে।
ইহুদি নারী ও ফিলিস্তিনি পুরুষের প্রেমের কাহিনী নিয়ে লেখা ইসরায়েলি লেখক ডরিট রাবিনিয়ানের একটি উপন্যাস সম্প্রতি দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিষিদ্ধ করে। তারই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ‘টাইম আউট’ ওই ভিডিওটি তৈরি করে।
উপন্যাসটি নিষিদ্ধ করার বিষয়ে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি ইসরায়েলিদের ‘স্বতন্ত্র’ পরিচয়ের জন্য হুমকি। কিন্তু এর প্রতিক্রিয়ায় ‘টাইম আউট’ ভিডিওটি প্রকাশ করে বলেছে, ‘আমরা বিশ্বাস করি, মানুষ প্রথমত মানুষ, তারপর আসে তার ধর্ম বা জাতিগত পরিচয়।সাময়িকীটি আরও জানিযেছে, ‘প্রেমকে অনেক সময় কৃত্রিম বলে মনে করা হয়। কিন্তু এটা একটা ভুল। এর চেয়ে জটিল আর কোন অনুভূতি হতে পারে না।’
‘টাইম আউটের’ রেকর্ড করা চুম্বনের ভিডিওটির ছয় যুগলের অনেকের মধ্যে আগে কখনও দেখা পর্যন্ত হয়নি। ভিডিতে তাদের চুম্বন দৃশ্যের পর পর্দায় ভেসে উঠে ইংরেজি, হিব্রু এবং আরবিতে লেখা স্লোগান, ‘ইহুদি এবং আরবরা পরস্পরের শত্রু হতে অস্বীকৃতি জানাচ্ছে।’
ভিডিওটি আপলোড করার পর একদিনের মধ্যে সেটি এক লাখ বার দেখা হয়। কিন্তু তারপরই এটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়।’টাইম আউট’ কর্তৃপক্ষ সন্দেহ করছে, হয়তো চাপের মুখে ফেসবুক কর্তৃপক্ষই এটি সরিয়ে নিয়েছে। কিন্তু তা অস্বীকার করছে ফেসবুক কর্তৃপক্ষ।