• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ভার্সাটাইল অটোমোবাইলের ১২ কোটি টাকার ‘ওডি আর ৮’ জালিয়াতি


প্রকাশিত: ৫:৪৬ পিএম, ৪ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

বিশেষ প্রতিবেদক : রাজধানীর বনানী এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক odr-8-12 cror car-www.jatirkhantha.com.bdগোয়েন্দারা। আজ বুধবার দুপুরে বনানীর জি ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সাটাইল অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘ওডি আর ৮’ মডেলের রেসিং কারটি জব্দ করা হয়। শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় ১২ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জাতিরকন্ঠকে বলেন, ২০১৩ সালে মংলা বন্দর দিয়ে গাড়িটি ছাড় হয়েছে ‘ওডি টিটি’ ২৫০০ সিসি হিসেবে। যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করে ঢাকার তুরাগের অটো ওয়ান নামের একটি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ২৭ এপ্রিল মংলা বন্দরের বিল অব এন্ট্রি ৩৪২৭-এর মাধ্যমে গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা দেখিয়ে তার ওপর ৪৫১% শুল্ক দেওয়া হয়।

কিন্তু যাচাই করে জানা গেছে, গাড়িটি ‘ওডি আর ৮’ মডেলের, এটি ৫২০০ সিসির। এর মূল্য শুল্ক ছাড়া বাংলাদেশের মুদ্রায় এক কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা। এর ওপর ৮৪১ ভাগ শুল্কসহ সব ধরনের শুল্ক যোগ করলে গাড়িটির মূল্য দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। এ ছাড়া তিন বছর পেরিয়ে গেলেও গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মইনুল খান।