ভারতে ২জেট বিমানের মুখোমুখি সংঘর্ষ
এনডিটিভি থেকে ডেস্ক রিপোর্টার : ভারতের বেঙ্গালুরুতে দুই জেট বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো শুরুর আগের দিন বিমানবাহিনীর সূর্য কিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর উত্তরের ইয়ালেহাঙ্কায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে দুটি বিমানের পাইলট সুস্থ আছেন।বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনী ‘এ্যারো ইন্ডিয়া’র রিহার্সাল চলছিল। সেখানেই উড়ছিল সূর্য কিরণ অ্যরোব্যাটিক্স টিমের দুই বিমান। মাঝ আকাশে মুখোমুখি চলে আসে বিমান দুটি। সংঘর্ষে এয়ারবেসে ভেঙে পড়ে সেই দুই বিমান।