• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

‘ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী-বাংলাদেশের স্বার্থেই চুক্তি হবে নাথিং ইজ সিক্রেট’


প্রকাশিত: ৭:২৮ পিএম, ১৫ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

ok

নোয়াখালী প্রতিনিধি  :  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় খোলামেলা (ওপেন) চুক্তি ও সমঝোতা স্মারক হবে, তাতে গোপন (সিক্রেট) কোনোকিছু থাকবে না।’

১৫ মার্চ বুধবার সকালে নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের দক্ষিণ অমরপুরে কামরুন নাহার (শিউলি একরাম) প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা উচ্ছ বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থেই চুক্তি হবে প্রকাশ্যে। বাংলাদেশের স্বার্থে সমঝোতা স্মারক হবে প্রকাশ্যে। নাথিং ইজ সিক্রেট, এভরিথিং উইল বি ওপেন। সবকিছু হবে খোলামেলা, নো সিক্রেসি, নো প্রাইভেসি। বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে সমঝোতা হবে, চুক্তি হবে। সেটা বাংলাদেশের জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে হবে।’