• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

ভারতে বৈধ পাসপোর্টে এসে বাংলাদেশি নারী যৌনবাণিজ্যে


প্রকাশিত: ২:০৪ এএম, ১৬ আগস্ট ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৩ বার

sex------1টিপু সুলতান, ঢাকা:
ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, বৈধ পাসপোর্টে এসেও কোনো কোনো বাংলাদেশি নারী যৌনবাণিজ্যে জড়িয়ে পড়ছে।বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের মতে, দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা এবং দারিদ্র্যের কারণে বাংলাদেশি নারীরা ভারতে পাচার হচ্ছেন।ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, ও মেঘালয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতে যৌনবাণিজ্যে বাংলাদেশি নারীর সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন নয়া দিল্লি সরকার, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কূটনীতিকদের জন্যও।

এই বাণিজ্যে যোগ হওয়া বাংলাদেশি নারীদের প্রায় সবাই পাচারের শিকার হয়ে বাধ্য হলেও কয়েকটি ক্ষেত্রে স্বেচ্ছায় জড়িত হওয়ার নজির মিলেছে বলে ভারতীয় কর্মকর্তাদের দাবি।ভারতে বাংলাদেশ হাই কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিষয়টি নিয়ে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন।“ভারতে দেহ ব্যবসায় বাংলাদেশি নারীদের জড়িত থাকার বিষয়ে আমরা সজাগ রয়েছি। এটা বন্ধ করতে আমরা একটা কৌশল নিয়ে কাজ করছি,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক।