• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতের হাতে আলফা নেতা অনুপ চেতিয়াকে তুলে দিল বাংলাদেশ


প্রকাশিত: ২:১০ পিএম, ১১ নভেম্বর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৭০ বার

anup-www.jatirkhantha.com.bdনয়াদিল্লী ও কলকাতা থেকে নিজস্ব সংবাদদাতা: অবশেষে আলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার ।সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে তাঁকে সিবিআইয়ের হাতে প্রত্যার্পণ করা হয়। অপহরণ, সন্ত্রাস চালানো, তোলাবাজি ছাড়াও তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এ দেশে।
ভারত সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই আলফা ধারাবাহিক ভাবে চেতিয়াকে দেশে ফেরানোর দাবি তুলে এসেছে।

কেন্দ্রে ক্ষমতায় বিজেপি আসার পর সেই দাবি আরও জোরাল হয়। সরকারের তরফে জানানো হয়, চেতিয়াকে দেশে ফেরানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। অবশেষে আলফার সাধারণ সম্পাদককে দেশে ফিরিয়ে আনা হল। আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন। রাজনীতির কারবারিদের একটা অংশের ধারণা, অনুপকে দেশে ফেরানোয় আলফা প্রসঙ্গ আগামী নির্বাচনে গুরুত্ব পাবে।

১৯৯৭-এর ডিসেম্বরে বাংলাদেশের হাতে গ্রেফতার হয়েছিলেন আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া।ভুয়ো পাসপোর্ট, বিদেশি মুদ্রা এবং অস্ত্র-সহ তাঁকে ঢাকার কাছের একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সাজার সেই মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই, তিনি খুন হয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে ২০০৩-এ হাইকোর্টে রাজনৈতিক আশ্রয়ের দাবি জানান অনুপ। আদালত সেই দাবি মেনে নেয়।

এর পর সাত বছরের সাজা শেষে তিনি বেশ কয়েক দফায় সে দেশের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ২০০৫, ২০০৮ এবং ২০০১-য় তাঁর রাজনৈতিক আশ্রয়ের দাবি পুনর্বিবেচিত হয়।অন্য দিকে, ভারত সরকারের সঙ্গে ২০১১-য় আলফার শান্তি আলোচনা শুরু হয়। সেই সময় থেকেই তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠতে শুরু করে।

আলফার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, উপ-সভাপতি প্রদীপ গগৈ, উপ-সেনাধ্যক্ষ রাজু বরুয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী, অর্থ সচিব চিত্রবন হাজরিকা, সংস্কৃতি সচিব প্রণতি ডেকারা দাবি জানাতে থাকেন তাঁদের সাধারণ সম্পাদককে না ফেরালে সব আলোচনা অর্থহীন।

কেন্দ্রে মোদী সরকার আসার পর অনুপকে ফেরানোর দাবি আরও জোরালো হতে শুরু করে। বেশ কিছু দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই অনুপ চেতিয়াকে দেশে  ফেরানো হবে।

বুধবার তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে সিবিআইয়ের হাতে অনুপকে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনুপকে প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। পরে গুয়াহাটি আনা হবে।

অনুপের স্ত্রী মনীষা চেতিয়া দীর্ঘ দিন বাংলাদেশে ছিলেন। বর্তমানে তিনি অসমে রয়েছেন। স্বামীর দেশে ফেরার ঘটনায় তিনি আনন্দিত। তবে, যত দিন না অনুপ বাড়ি ফিরছেন ভেতরের অস্বস্তি কাটবে না বলে জানিয়েছেন মনীষা।