• শুক্রবার , ৩ মে ২০২৪

ভারতের ব্ল্যাকমেইল-হুমায়ূন আহমেদের ‘দেবী’ চুরি!


প্রকাশিত: ৮:০২ পিএম, ২৮ আগস্ট ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

বিশেষ প্রতিনিধি   :  নন্দিত লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ নিয়ে পশ্চিমবঙ্গের শেখর দাস 11নির্মাণ করেছেন ‘ইএসপি- একটি রহস্য গল্প’ নামের একটি চলচ্চিত্র। গত ২১ আগস্ট রাত ৯টায় ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলায় ছবিটির প্রিমিয়ার হয়। হ‌ুমায়ূন ভক্ত-পাঠকদের কাছে বিষয়টি হাতে-নাতে ধরা পড়ে সেসময়। তখনই বোঝা যায়, উপন্যাস থেকে গল্প, ভাবনা, দর্শন, বিষয়, এমনকি চরিত্রগুলো হুবহু নিয়ে এটি নির্মাণ করা হয়েছে।

প্রথমত, ছবিটি দেখে অনেকেই মুগ্ধ হন এই ভেবে- ‘দেবী’ নিয়ে ছবি বানিয়েছে টলিউড! যদিও সেই মুগ্ধতা তেতো হতে সময় লাগেনি।কারণ, ছবিটির ক্রেডিট লাইনে হ‌ুমায়ূন আহমেদের নাম তো নেই-ই উল্টো গল্পকার হিসেবে পর্দায় নাম ভেসেছে কলকাতার কোনও এক ‘শিবাশিস রায়ের’!

যেখানে ‘দেবী’ উপন্যাসের রানু চরিত্রে পাওয়া গেছে ঋতুপর্ণা, আনিস চরিত্রে সাহেব চ্যাটার্জি, নীলু চরিত্রে রাইমা সেনকে। এবং মিসির আলি চরিত্রটি দেখানো হয়েছে প্রফেসর হিসেবে।এ বিষয়ে অন্তর্জাল দুনিয়ায় চলছে প্রতিবাদের ঝড়। যদিও ছবি সংশ্লিষ্টদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। তবে এ নিয়ে আগুন হয়ে আছেন হ‌ুমায়ূনপত্নী-নির্মাতা মেহের আফরোজ শাওন  বলেন, ‘এর জন্য ওদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এবং ছবিটি নিষিদ্ধ করতে হবে।’
33
ক্ষুব্ধ শাওন আরও বলেন, ‘‘আমি বিষয়টি শুনেছি। প্রথমে বিশ্বাস করতে চাইনি। এবং ছবিটাও গত রাতে দেখতে বসলাম অবিশ্বাস নিয়ে। কিন্তু এ কী দেখলাম! একেবারে ‘দেবী’র ডি টু কপি। শুধু নামগুলো পাল্টে দিয়েছে ওরা। আর রাইমা সেনের চরিত্রটি একটু বদল করেছে, এই যা। বাদ বাকি এ টু জেড নকল।’’

111রবিবার দুপুরে নুহাশপল্লীতে শুটিংয়ের শোরগোলের ফাঁকে মুঠোফোনে শাওন আরও বলেন, ‘ছবিটি দেখার পর প্রথমত হ‌ুমায়ূন আহমেদের একজন ভক্ত হিসেবে আমি খুবই বিরক্ত হয়েছি। দ্বিতীয়ত, মনে হয়েছে, যে কেউ চাইলে অন্যের গল্প নিয়ে ছবি বানাতেই পারেন। হচ্ছে তো। তবে এর জন্য আগাম অনুমতি নিতে পারেন।

সেটা যদি নাও নেন, পর্দায় নামটা অন্তত উল্লেখ করতে পারেন। অথচ এখানে এর কিছুই করেনি পরিচালক। যাই হোক, আমি তো আর ওনাদের চিনি না। এখন চেনার চেষ্টা করছি। তবে এর জন্য তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এবং ছবিটি নিষিদ্ধ করতে হবে। এটাই আমার দাবি।’