• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

ভারতীয় বিমান বাহিনী প্রধান অরূপ রাহা ঢাকায়


প্রকাশিত: ৯:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮৯ বার

india biman chief-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক  : পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা। রবিবার তিনি ঢাকা পৌছেছেন। এক বিবৃতিতে ভারতীয় হাই কমিশন  জানায়, সফরকালে অরূপ রাহা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ও বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন।

এছাড়া ঢাকার মিরপুরে এমআইএসটিতে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।অরূপ রাহা ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের যশোরে। পরে বাবার সঙ্গে বৈদ্যবটিতে চলে যান তিনি।