ভাগ্য বদলানো রত্নপাথরে ১৫% ছাড় আজমেরী জেমস হাউজে
স্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষ্যে রত্নপাথরে ১৫% ছাড় দিচ্ছে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড। প্রাকৃতিক রত্নপাথর বিক্রয়ের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকানে অবস্থিত। প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষ্যে জুলাই মাস জুড়েই রত্নপাথরে বিশেষ এই ছাড় ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই সব ধরনের রত্নপাথরে ১৫% ছাড় দেয়া হয়েছে। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড আমরা আমাদের নতুন এবং পুরনো সব গ্রাহকরা এই ছাড় পাবেন। স্বাস্থ্যবিধি মেনেই আমাদের শেষ দর্শন আজমেরী জেমস হাউজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, করোনা বৈশ্বিক মহামারি আর করোনার প্রভাব সারাবিশ্বের সাথে সাথে বাংলাদেশেও কম নয়। আমাদের সব সময় নিজেদের সুরক্ষায় থাকতে হবে। করোনায় সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হবে। হয়তো কিছুদিনের করোনা প্রতিরোধক স্বাস্থ্য সুরক্ষা পণ্য চলে আসবে আমাদের দেশে। তখন থেকে সবাই স্বাভাবিক হবার চেষ্টা করবে।