• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন রাজ্জাক


প্রকাশিত: ৮:০৬ পিএম, ২১ আগস্ট ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

স্টাফ রিপোর্টার:  কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। গুলশানের নিজ বাসায় বিকেল Rajjak.www.jatirkhantha.com.bd.22৫টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

কালজয়ী এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত। তিনি বাংলার প্রতিটি মানুষের মনের ঘরে প্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার নিজ অভিনয় গুণে। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। নীল আকাশের নীচে, নাচের পুতুল, রাজলক্ষী শ্রীকান্ত, বাবা কেন চাকর, ওরা ১১ জন ইত্যাদি সিনেমা দিয়ে খ্যাতি অর্জন করেন নায়করাজ রাজ্জাক।Rajjak.www.jatirkhantha.com.bd

পাঁচবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরো বেশ কিছু আয়োজনে অর্জন করেন আজীবন সম্মাননা। প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। স্ত্রী লক্ষ্মী আর সন্তান বাপ্পারাজ (রেজাউল করিম), নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পি, আফরিন আলম ময়না এবং সম্রাটকে নিয়ে ছিলো তার সংসার।