• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বয়ফ্রেন্ডের সঙ্গে পরীমনির মাতামাতি


প্রকাশিত: ৩:১৩ পিএম, ২৪ অক্টোবর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

বিনোদন রিপোর্টার :  বয়ফ্রেন্ড, বন্ধু ও স্বজনদের সঙ্গে হই-হুল্লোড় করে জন্মদিন উদযাপন করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। Pori-tamim-www.jatirkhantha.com.bdজন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবিও পরী তার ফেসবুকে পোস্ট করেন। এতে পরীমনির ভক্তরাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ছবিতে অন্যদের সঙ্গে পরীমনির বয়ফ্রেন্ড (প্রেমিক) তামিম হাসানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। প্রেমিকা পরীর সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় প্রেমিক তামিমকে। এ সময় প্রিয়জনদের সঙ্গে কেককাটা ও কেক ভাগাভাগি করে খাওয়ার দৃশ্য চোখে পড়ে।এই বিশেষ দিনটি পরীমনি সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে কাটাবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। গত বারও জন্মদিনে পথশিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

এছাড়া সন্ধ্যায় আপনজন  ও বন্ধুদের নিয়ে  ঢাকার একটি রেস্টুরেন্টে পার্টির আয়োজন করেছেন পরীমনি। পার্টিতে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রেখেছেন নীল ও সাদা রঙ। নিজের নাম যেহেতু পরী, তাই জন্মদিনে পরীদের মতো করেই সাজতে চান এই জনপ্রিয় অভিনেত্রী।