• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ব্রেকফেল-চান্দিনায় বাস খাদে নিহত-৫


প্রকাশিত: ১:০৪ পিএম, ১ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

চান্দিনা প্রতিনিধি  :  কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ Chandina-bus-www.jatirkhantha.com.bdসময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে।জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে বলেও জানান এএসপি।

Save