• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ব্রাভো ব্রাভো ব্রাফেট-স্যামুয়েলস হুররে… দুটি বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ১১:৪৫ পিএম, ৩ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

 

আসমা খন্দকার : এই প্রথম কোনো দল টি-টোয়েন্টিতে দুটি বিশ্বকাপ জিতল। প্রথম অধিনায়ক Bravo west indes-www.jatirkhantha.com.bd-1হিসেবে ড্যারেন স্যামি দ্বিতীয়বারের মতো হাতে নিলেন শিরোপা। এখন ছেলেদের দলও জিতে গেল টি-টোয়েন্টির বিশ্ব শিরোপা। ব্রাভো ব্রাভো হুররে…। ডাবল ডিলাইট ওয়েস্ট ইন্ডিজ.. !

আজকের এই অভূতপূর্ব জয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উদযাপন চলবে ভোর পর্যন্ত। এমন আনন্দে ভেসে যাওয়া তো এদেরই মানায়। অসাধারণ পারফরম্যান্স অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ! শিরোপাটা এই দলের চেয়ে আর কারও বেশি প্রাপ্য ছিল না। কী দুর্দান্ত ম্যাচ, দুর্দান্ত ফিনিশিং!

ওদিকে ইংল্যান্ডও অসাধারণ খেলেছে ; কিন্তু অতিমানবীয় ব্যাটিংয়ে তাদের হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ।

অবিশ্বাস্য স্টোকস অসাধারণ ৪ ছক্কা! টানা চার বলে চার ছক্কা মেরে ওয়েস্ট ইণ্ডিজকে জিতিয়ে দিলেন ব্রাফেট। ফিনিশিং ইন স্টাইল!!অত:পর ৩ বলে ১ রান দরকার। শেষে’ও লাস্ট অ্যাকশন হিরো একেই বলে। পুরো ইনিংস টেনে আনলেন স্যামুয়েলস, শেষটা কী দুর্দান্ত করে মারলেন ব্রাফেট। এবারে লং অফে উড়িয়ে মেরে ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দিলেন ব্রাফেট…। নিয়ে গেলেন।
একেই বলে দূর্দান্ত এক ফাইনাল দুর্দান্ত এক ক্রিকেট ম্যাচ হলো।

চরম নাটকীয়তা-৬ বল, ১৯ রান – কে জিতবে?

ইংল্যান্ড? নাকি ওয়েস্ট ইন্ডিজ? নাকি প্রথমবারের মতো ফাইনালে সুপার ওভার দেখা যাবে? শেন ওয়ার্ন সুপার ওভার হবে জানিয়ে টুইট করেছেন। আপনাদের কী মনে হচ্ছে?
তখন ওভারের শেষ বল। জর্ডানের দুর্দান্ত ইয়র্কার-ফলে কোনো রান হলো না। এ যেন অসাধারণ বোলিং। এক রান। প্রথম বলে চারের পর ভালোভাবেই ফিরে এসেছেন জর্ডান।
আর দুই বলওভারে। শেষ ওভারে নিশ্চয়ই ১৫-রানের বেশি দরকার হোক, সেটা চাইবে না ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস…এবার লং অনে। এক রান। ব্রাফেট স্ট্রাইকে। ফুল লেংথ বল। কাভারে ঠেলে দিয়ে এক রান।তখন ৯ বলে ২১ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
এই ওভারের বাকি চারটি বল ঠিক করে দিল কেত নাটকীয়তা রচনা করবে। এরপর আবারও লং অফে। তবে এবার ফিল্ডার ছিলেন। এক রান। এবার ১১ বলে দরকার ২৩ রান।

স্ট্রাইকে স্যামুয়েলস। জর্ডান বোলিংয়ে। চার! লং অফে দুর্দান্ত শট।
শেষ বলে ব্রাফেট। ওয়া- উইকেটের পেছনে চার।পরের বল এক দুর্দান্ত ইয়র্কার। কোনো মতে এক রানে ঠেকিয়ে দিলেন স্যামুয়েলস।
অতপর-ক্রিজে রেখেই এক রান নিলেন ব্রাফেট।শেষওভারে মারলেন একের পর এক চার ছক্কা……।