• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

‘বোল্ড ইজ বিউটিফুল’-সমকামীদের নিয়ে বিজ্ঞাপন ঝড়


প্রকাশিত: ৫:৪০ পিএম, ১১ জুলাই ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

bold-and-beautiful-www.jatirkhantha.com.bdদিলিপ বিশ্বাস.ঢাকা: ‘বোল্ড ইজ বিউটিফুল’-অনলাইনে সমকামীদের নিয়ে প্রথম ভারতীয় বিজ্ঞাপন ঝড় তুলেছে।সম্প্রতি ভারতের একটি ইকমার্স প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেছে অনলাইনে। একটি পোশাক ব্র্যান্ডের ‘বোল্ড ইজ বিউটিফুল’ সিরিজের ঐ বিজ্ঞাপনচিত্রটি তৈরী হয়েছে দুই নারীর সমলিঙ্গ সম্পর্ককে বিষয়বস্তু করে।

ভারতের প্রথম সমকামিতা বিষয়ক বিজ্ঞাপনটি এর মধ্যেই ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আর বিজ্ঞাপনটির মডেল নেহা পান্ডা এবং আনুপ্রিয়া গোয়েঙ্কার কাজও প্রশংসিত হয়েছে।

তিন মিনিট ২১ সেকেন্ডের বিজ্ঞাপনটি দুই নারী সমকামীকে ঘিরে, যারা প্রস্তুত হচ্ছেন তাদের একজনের পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য। বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের ঠিক আগ মুহূর্তে দ্বিধায় থাকা নারীটি যখন তার সঙ্গিনীকে জিজ্ঞেস করে, ‘তুমি কি এ ব্যাপারে নিশ্চিত?’, প্রত্যুত্তর আসে, ‘আমি আমাদের ব্যাপারে নিশ্চিত। আমি আর এই সম্পর্ক লুকাতে চাই না।’

বিজ্ঞাপনটির অন্যতম অভিনেত্রী নেহা পান্ডা এ ব্যাপারে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে এমনভাবে যে, আপনি একে গ্রহণ না করে পারবেন না। এটা গতানুগতিক নয়, রগরগে নয় এবং সাধারণভাবে সমকামীদের নিয়ে প্রচলিত ধারণাও এটি প্রতিষ্ঠিত করে না। দুটো মানুষের মধ্যকার আর দশটা মিষ্টি প্রেমের গল্পের মতোই এটি। আমি মনে করি না, সমকামী সম্পর্ক নিয়ে যাদের সমস্যা আছে, তারাও এই বিজ্ঞাপনটির সৌন্দর্য দেখতে পাবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার সবসময়ই অনেক সমকামী বন্ধু ছিল এবং আছে। এবং আমি সক্রিয়ভাবে সমকামীদের অধিকার সমর্থন করেছি। তাই আমার মনে হয়েছে এটি একটি ভাল উদ্যোগ।’

নেহা পান্ডা আরও জানান, ‘ছোট চুলের কারণে বরাবরই এই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে এসেছেন তিনি। যখন আমার কাছে প্রস্তাবটি এল, আমাকে তারা বলেছিল এটিতে সমকামী দৃশ্য রয়েছে। অনেক আগে থেকেই আমি সমকামী চরিত্রের প্রস্তাব পেয়ে আসছি। সম্প্রতি আমাকে বলিউড থেকে একটি তৃতীয় লিঙ্গের চরিত্রের প্রস্তাবও দেওয়া হয়েছে। তাই, আমার জন্য এটি নতুন কিছু ছিল না। আমি নিজের বাসায় অডিশনের জন্য একটি ভিডিও নির্মাণ করে তাদেরকে পাঠাই। তারা আমাকে নির্বাচিত করে।’