বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেন তাসকিন-সানি-দেশবাসীর দোয়া প্রার্থনা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একথা নিশ্চিত করেন তাসকিন।
তাসকিন নিজেই পরীক্ষাকালীন ছবি পোস্ট করে সকলের দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন,‘পরীক্ষা শেষ… এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, আমাদের জন্য দোয়া করবেন।’
বৃহস্পতিবার বেলা দুইটায় বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির পরীক্ষা দেয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় সকাল আটটায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তাসকিন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝামাঝি সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এরপরে ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা দিলেও তারা সফল হতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।