• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

‘বোরখা’ নিষিদ্ধ’ করতে-


প্রকাশিত: ২:২৯ পিএম, ১৭ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

ডেস্ক রিপোর্টার  :   অস্ট্রেলিয়ার সিনেটে নিজ আসনে বোরখা পরে বসে আছেন চরম-ডানপন্থি নেত্রী পউলিন হ্যানসন। সিনেটের bbbঅধিবেশনে বোরখা পরে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ার চরম-ডানপন্থি দল ওয়ান ন্যাশন পার্টির নেত্রী পউলিন হ্যানসন। অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করার দাবিতে তার দল প্রস্তাব আনার আগে বৃহস্পতিবার আপাদমস্তক বোরখা দিয়ে ঢাকা হ্যানসন সিনেটে প্রবেশ করে তার আসনে গিয়ে বসেন বলে জানিয়েছে বিবিসি।

111হ্যানসনের এ ধরনের পদক্ষেপের নিন্দা করে তাকে ধর্মীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অপরাধ হতে পারে এ ধরনের কিছু না করার জন্য ‘পরামর্শ দিয়ে সতর্ক’ করেছেন অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রী অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রানডিস।

“না, সিনেটর হ্যানসন, আমরা বোরখা নিষিদ্ধ করবো না,” অধিবেশনে বলে ব্রানডিস। তার এ বক্তব্যের পর সিনেটের বিরোধীদলীয় সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করেন। এক বিবৃতিতে সিনেটর হ্যানসন বলেছেন, জনসম্মুখে পুরো মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা আধুনিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া ইস্যুগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ।বৃহস্পতিবারই সিনেটে অস্ট্রেলিয়ায় বোরখা নিষিদ্ধ করে হ্যানসনের আনা প্রস্তারের ওপর বিতর্ক হওয়ার কথা রয়েছে।