• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বৈশাখে কথা হলো দু’জনার..


প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৪ এপ্রিল ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৭৮ বার

 

বিনোদন ডেস্ক রিপোর্টার :  অপু-সাকিবের পহেলা বৈশাখ-অবশেষে  মহাধুমধামে কাটল ফাইভ স্টার shakib-opu-www.jatirkhantha.com.bdহোটেলে। অন্যের কথায় চলার কারণে অপু সাকিবের সংসারে ঝড় উঠেছিল। সেই পরিস্থিতি অবশেষে দুজনে’ই সামলে নিয়েছেন। এরপর থেকেই ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না। এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে হয়েছে শাকিব আর অপু-ভক্তদের দুশ্চিন্তার অবসান।
sakib-apu-www.jatirkhantha.com.bd.2
আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায়। বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান।

পাঁচতারা হোটেলে শাকিবের পরনে ছিল পাঞ্জাবি, পায়জামা। আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ। বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাম। শাকিব আগেই জানিয়েছিলেন, পয়লা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন। কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ায় তা আর সম্ভব হয়নি।sakib-apu-www.jatirkhantha.com.bd.33

শাকিব বললেন, এবারের বৈশাখটা অন্য রকম কাটছে। এত দিন আমি কারও ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।’

অপু বিশ্বাস বলেন, ‘সত্যিই অন্য রকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হব। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।’