• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

বৈশাখী সাজের প্রস্তুতি


প্রকাশিত: ৪:২৯ পিএম, ৫ এপ্রিল ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৫ বার

dhili later আর কিছুদিন পরেই বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটিকে ঘিরে ছোটো-বড় সবাই অল্প বিস্তর প্রস্তুতি নিয়ে থাকেন। রান্না-বান্না, খাওয়া-দাওয়ার পাশাপাশি বৈশাখী সাজেও থাকে আলাদা বৈচিত্র্য। বৈশাখী সাজে নিজেকে সাজানোর আগে কিছু টিপস মেনে চলুন। সারাদিনটা সস্তির ভিতর দিয়ে কেটে যাবে।

সাধারণত যারা রূপচর্চা করে থাকেন, তারা আগের রাতেই ফেসিয়াল, স্ক্রাব, ফেসমাস্ক, টোনিং ইত্যাদি করে রাখুন। এতে আপনাকে ফ্রেশ দেখাবে এবং আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আগের রাতেই চুল কন্ডিশনিং করে রাখতে পারেন। এজন্য মেথি গুড়ার সাথে টক দই ব্যবহার করুন। বৈশাখের দিন ঝলমলে চুল পাবেন।

সকালে ঘুম থেকে উঠেই একটা দারুণ গোসল দিন। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।

সাধারণত শরীরের যেখানে ঘাম বেশি হয় সেখানে ফেস পাউডার ব্যবহার করুন। এতে ঘামের কারণে মেকআপ নষ্ট হবে না। ত্বকের ধরণ অনুযায়ী ফাউন্ডেশন বা প্যান কেক ব্যবহার করুন। তবে বাইরে যখনই প্যান কেক ব্যবহার করবেন সাথে সাথে ফেস পাউডার ব্যবহার করতে হবে। তাই পাউডার বক্স ব্যাগেই রাখুন।

সকল প্রসাধনী সামগ্রী আগের রাতেই যোগাড় করে হাতের কাছে রেখে দিন। প্রয়োজনের সময় হয়রান হতে হবে না।

চোখের নিচের মেকআপের বেইজ একটু বেশি রাখতে চেষ্টা করুন, অন্যথায় গরমে চোখের নিচে কালো ছোপ পড়ে যাবে।

প্রচন্ড রোদে ঘেমে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু, তাই ভালো ব্র্যান্ডের আই লাইনার বা কাজল ব্যবহার করুন। নয়তো ঘামে নষ্ট হয়ে যেতে পারে।

স্বাচ্ছন্দ্যবোধ করলে খোঁপায় বেলী ফুলের মালা জড়িয়ে রাখতে পারেন। বৈশাখী সাজের সাথে কাঁচের চুড়িই ভালো মানায়। লাল-সাদা মিলিয়ে দু-হাতে চুড়ির সাথে কপালে বড় লাল টিপ পরুন।

এসব প্রস্তুতি শেষে বৈশাখের আনন্দের সাথে নিজেকেও রাঙিয়ে তুলুন।