বেহাল হজযাত্রার তথ্য বিমানমন্ত্রীর মুখে..
বিশেষ প্রতিনিধি : এখনও ১৬টি হজ এজেন্সি একজন যাত্রীও পাঠায়নি বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ফ্লাইট জটিলতা নিয়ে সভা করেন মন্ত্রী। এরপর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘১৫ হাজার যাত্রীর ভিসা লজমেন্ট হয়নি এখনও। এজেন্সিগুলো টিকিট না কাটায় হজ যাত্রীদের বিড়ম্বনা হচ্ছে। এজন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৬ আগস্ট হজ ফ্লাইটের শেষ সময় হলেও আরও দু’দিন সময় বাড়ানোর আবেদন করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া, বিমানের অন্যরুটের ফ্লাইট পুনর্বিন্যাস করে হজ ফ্লাইটে বেশি উড়োজাহাজ ব্যবহার করছে বলেও জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।