• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

বেসিক ব্যাংকের ৩৮ কোটি টাকা জালিয়াত নাহার গার্ডেনের মালিক শফিউল পাকরাও


প্রকাশিত: ৬:০৭ পিএম, ১৯ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৫৪ বার

সাইফুল বারী মাসুম  :  বেসিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আরেক ব্যবসায়ী মেসার্স নাহার গার্ডেন (প্রা.) লিমিটেডের 11ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর উপ পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম তাকে গ্রেফতার করেন।

বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৩০ কোটি টাকা (সুদাসলে ৩৮ কোটি ৭২ লাখ, ৭৪ হাজার ৯৮৪ টাকা) ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে শফিউল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করে দুদক।

ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বন্ধকি সম্পত্তি অতিমূল্যায়ন দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।