• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫% করারোপ অবৈধ


প্রকাশিত: ৪:২৫ পিএম, ৫ সেপ্টেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

স্টাফ রিপোর্টার :  বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের উপর শতকরা ১৫ ভাগ ট্যাক্স (কর) অবৈধ ঘোষণা করেছে qহাইকোর্ট। একই সঙ্গে দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে যে কর নেয়া হয়েছে তা ফিরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার একাধিক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কাজ রুটিন ওয়ার্ক করা। কিন্তু তারা এ ধরনের ভ্যাট আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা বেআইনি। ২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আয়ের উপর ১৫ ভাগ করারোপ করে।

পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। পরে রিটের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে। এ রুল জারির পর আরো একাধিক বেসরকারি ইউনিভার্সিটি হাইকোটে একাধিক রিট দায়ের করেন।

নর্থ সাউথসহ পাঁচজটি ইউনিভাসির্টির পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মো. সাখাওয়াত হোসেন ও অ্যাড. শাহ মো. আশিকুল মুর্শিদ। আর রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাঙ্গাঙ্গীর শুভ্র।