বেতন বাড়াও-সংসার চলেনা ৮৪৬০ পোস্ট অফিসে ধর্মঘট
আসমা খন্দকার : বেতন বাড়াও-সংসার চলেনা-ফলে কাজ করছে না পোস্ট মাস্টার, পোস্ট ম্যান ও রানার। দেশের ৮৪৬০ পোস্ট অফিসে ধর্মঘট চলছে। ফলে কোনো ধরনের চিঠিপত্র, রেজিস্ট্রি, মানিঅর্ডার, ইলেকট্রিক মানি অর্ডার বিলিসহ যাবতীয় কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় ডাক বিভাগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।
বেতন বৃদ্ধির দাবিতে দেশের ৮৪৬০টি পোস্ট অফিসের প্রায় ২৩ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী এক সপ্তাহ ধরে ধর্মঘটে পালন করছে। এ ধর্মঘটের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের ডাক যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে অচলাবস্থা।
জানা গেছে, পোস্ট অফিসগুলোতে আন্দোলন চলায় বিভাগীয় অফিসগুলোতে ডাকের স্তূপ জমা হয়েছে। কিন্তু ধর্মঘট থাকায় সেখান থেকে প্রান্তিক পর্যায়ের ৮৪৬০টি পোস্ট অফিসে কোনো ডাক পৌঁছাচ্ছে না। কাজ করছে না পোস্ট মাস্টার, পোস্ট ম্যান ও রানার। ফলে কোনো ধরনের চিঠিপত্র, রেজিস্ট্রি, মানিঅর্ডার, ইলেকট্রিক মানি অর্ডার বিলিসহ যাবতীয় কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় ডাক বিভাগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।
এ ব্যাপারে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ হাকিম বলেছেন, গ্রামে বসবাসরত ৮০ শতাংশ মানুষের সেবা করেন ইডি কর্মচারীরা। অথচ তাদের সম্মানী ভাতা অত্যন্ত কম; বিশ্বের কোথাও এমন নজির নেই। তিনি মানবিক কারণে ইডি কর্মচারীদের দাবি মেনে নেয়ার অনুরোধ জানান। হাকিম বলেন, এসব দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এ ব্যাপারে ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পোস্টাল ইডি কর্মচারীদের দাবি-দাওয়ার ব্যাপারে আমি অবগত। ধর্মঘটের ব্যাপারেও জানি। তাদের বিষয়গুলো খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করে দিয়েছি। কতজনকে স্থায়ী বা একীভূত করা যায় এ কমিটি তার সুপারিশ করবে। প্রতিমন্ত্রী বলেন, একেবারে সবাইকে রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব নয়। ডাক বিভাগের চাকরির বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তাদের মধ্যে থেকে যতজনকে সম্ভব ততজনকে নিয়োগ করতে বলেছি। তবে দুর্নীতিবাজদের কোনো মতেই নিয়োগ করা হবে না।
তারানা হালিম বলেন, গঠিত এ কমিটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। এ ছাড়া তিনি নিজে ডিজিকে তাদের পেনশনের বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন বলে জানান। প্রতিমন্ত্রী অবিভাগীয় কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।