• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বৃষ্ঠির বাগড়া-বাংলাদেশ-ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন করার প্রস্তুতি


প্রকাশিত: ৭:১৭ পিএম, ৬ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

এস রহমান :   বৃষ্ঠির বাগড়া-ম্যাচ মাঠে না গড়ালে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে দুই দল। পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে ৭টা ১০ মিনটে শেষ খবর মিলেছে স্টেডিয়াম থেকে।mashrafe-dhoni-1-www.jatirkhantha.com.bd

বৃষ্ঠিতে মিরপুর স্টেডিয়ামে খৈ থৈ পানি জমেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্ঠি অব্যাহত রয়েছে। বৃষ্ঠি কমলে কর্তৃপক্ষ মাঠ তৈরী করতে নামবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে মাঠে খেলা হবে কিনা তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। কিউরেটররা বলছেন তারা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন খেলার মাঠ প্রস্তুত করতে। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের Dhaka (Bangladesh): Indian ODI skipper MS Dhoni and Bangladeshi skipper Mashrafe Mortaza unveiled the trophy of Bangladesh-India International ODI series in Dhaka, Bangladesh on June 17, 2015. (Photo: bdnews24/IANS)মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ।  ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগেই বৃষ্টি থেমে যাবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্ত বৃষ্ঠি থামেনি। বৃষ্ঠির পানিতে মিরপুর স্টেডিয়ামে পানি জমেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্ঠি অব্যাহত রয়েছে। বৃষ্ঠি কমলে কর্তৃপক্ষ মাঠ তৈরী করতে নামবে।সেক্ষেত্রে নির্ধারিত সময়ে মাঠে খেলা হবে কিনা তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। কিউরেটররা বলছেন তারা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন খেলার মাঠ প্রস্তুত করতে।

এদিকে বৃষ্ঠির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্ধ রয়েছে ফ্লাডলাইট। ভারী বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। ম্যাচ মাঠে না গড়ালে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে দুই দল।