• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে জাতির মঙ্গল কামনা


প্রকাশিত: ৯:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

 

স্টাফ রিপোর্টার : ভারী বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়ছে। 11মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় সেখানে ঈদরে জামাত শুরু হয়। মোনাজাতের মধ্য দিয়ে নামাজ শেষ হয় ২৩ মিনিট পর।

প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রতি আবদুল হামিদ। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী, বিদেশি কূটনীতিকসহ গণ্যমান্য ও সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকালে বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। এমনকি নামাজ শুরু হওয়ার পরও আসেন অনেকে। তবে বৃষ্টির কারণে অন্যান্য বাররে মতো এবার ঈদগাহের মূল প্যান্ডেলের বাইরে প্রধান সড়কে কেউ নামাজ আদায় করতে পারেননি।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধুর জান্নাত কামনা করা হয়।