• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

বৃক্ষমানবের গাছ কাটা হচ্ছে অবশেষে-


প্রকাশিত: ২:১৪ এএম, ২০ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

ডা. এ এম মোঃ শহিদুল্লাহ :   আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শুরু হচ্ছে বৃক্ষমানব আবুল brikko manob-abul-www.jatirkhantha.com.vdবাজনদারের প্রথম অস্ত্রোপচার। তাঁর বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচার হবে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম জাতিরকন্ঠের কাছে এ কথা নিশ্চিত করেছেন।

তাঁর নেতৃত্বেই চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করবে। চিকিৎসকেরা বলছেন, শুরুতে রোগী অপুষ্টিতে ভুগছিলেন। এখন আর সেটা নেই। অস্ত্রোপচারের জন্য আবুলের শরীর এখন উপযুক্ত।

বিরল এই রোগে হাত পায়ে গাছের শিকড়ের মতো গজায়। এ কারণে আক্রান্ত রোগীকে ট্রি ম্যান বা বৃক্ষমানব বলা। আবুল বাজনদারসহ পৃথিবীতে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব মারা গেছেন গত ৩০ জানুয়ারি।

চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত।