• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বুধবার পাকিস্তান বধের ছক অাঁকছে মাশরাফিরা


প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৪ মার্চ ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

পিয়া রহমান  :   বুধবার পাকিস্তান বধের ছক অাঁকছে মাশরাফিরা ।কদিন আগে দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত 1করেছিল বাংলাদেশ। গত বছর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তান হয়েছিল হোয়াইটওয়াশড, বাংলাদেশ জিতেছিল একমাত্র টি-টোয়েন্টিও। এবার বিশ্বকাপের সুপার টেন পর্বের প্রথম ম্যাচে বুধবার কলকাতায় বাংলাদেশের সামনে সেই পাকিস্তান।

রোববার ওমানকে হারানোর পর মাশরাফি বললেন, আগামী বুধবার সুপার টেনে শুরুর ম্যাচটি জিততে পারলে আরও সামনে এগিয়ে যাবে দল।
“প্রথম ম্যাচটি অনেক বড় ম্যাচ। আমরা সেই ম্যাচেই মনোযোগ দিচ্ছি। যদি ভালোভাবে সেই ম্যাচ খেলতে পারি, সামনে হয়ত ভালো করব আরও। আরেকটু পরিষ্কার করে বললে, প্রথম ম্যাচটি যদি আমরা জিতে যেতে পারি, তাহলে দারুণ আত্মবিশ্বাস থাকবে সামনে এগিয়ে চলায়।”

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আরও বড় কিছুর ভিত্তি গড়তে পারে দল, বিশ্বাস প্রথম রাউন্ডের নায়ক তামিমের।“সাম্প্রতিক সময়ে ওদের সঙ্গে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। যেভাবে আমরা খেলে আসছি, এভাবে খেললে আমি নিশ্চিত যে, ফল আমাদের পক্ষে আসা সম্ভব। আর প্রথম ম্যাচে ভালো খেলতে পারলে পরে যে কোনো কিছুই হতে পারে। আমরা যেতে পারি অনেক দূর।”