বি এস এফের বিমান ভেঙ্গে পড়েছে দিল্লির আকাশে
দিল্লী থেকে রাজন ভৌমিক: আজ মঙ্গলবার বি এস এফের একটি বিমান দিল্লির আকাশে ভেঙ্গে পড়েছে ।ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফের একটি বিমান কিছুক্ষণ আগে দিল্লির আকাশে ভেঙ্গে পড়েছে।বাহিনীর আধিকারিকরা এখনও পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করার খবর নিশ্চিত করেছেন। দুজন বৈমানিক – মি. ভাগবতী এবং মি. রাজেশ – এই দুজনই মারা গেছেন বলে বি এস এফ জানিয়েছে।
মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।সুপার কিং বিমানটিতে দশজন বি এস এফ আধিকারিক-কর্মী ছিলেন বলে জানা গেছে।বিমানটি কর্মীদের নিয়ে রাজধানী দিল্লি থেকে ঝাড়খণ্ডের রাঁচির দিকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই দ্বারকা আবাসিক এলাকায় ভেঙ্গে পড়ে।ঘটনাস্থলে ১৫ টি দমকল বাহিনীর টিম এবং পুলিশক পৌঁছেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।