বিয়ে না করার পরামর্শ মোসাদ্দেককে
স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপের আগে উটকো ঝামেলায় জড়িয়ে পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলে গত রবিবার সাবেক স্ত্রী (সদ্য তালাকপ্রাপ্ত) সামিনা শারমিন সামিয়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে ময়মনসিংহ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতে মামলা করেন। মোসাদ্দেক জাতীয় দলের ক্রিকেটার। তাই আলোচিত এ বিষয়টি নজরে এসেছে বিসিবি কর্তাদেরও।
গতকাল তাকে শুনানিতে ডেকেছিল বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া মোসাদ্দেক তাদের কাছে জানিয়েছেন বিস্তারিত। বলেছেন, সাবেক স্ত্রীর বেশ কিছু কর্মকা-ে তিনি ব্যক্তিগতভাবে সুখী ছিলেন না। আর এ কারণেই ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। মোসাদ্দেকের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি সংসার করতে চান না। এ বিষয়ে তাই বিসিবি কর্তাদের খুব বেশি কিছু করারও নেই। তারপরও তাকে সতর্ক করা হয়েছে। দেওয়া হয়েছে বিভিন্ন পরামর্শ।
বলা হয়েছে, তোমাদের অনেকেই আইডল মানেন। এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি তরুণ এই অলরাউন্ডারকে এ পরামর্শও দেওয়া হয়েছে যে, এখনই যেন আর কোনো বিবাহবন্ধবে আবদ্ধ না হয়। বিয়ে করলেই তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করবে ডিসিপ্লিনারি কমিটি। মোসাদ্দেক তাতে সায় দিয়েছেন। এরপর থেকে এ ধরনের ভুল আর হবে না বলেও জানিয়েছেন।