• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণকারী ছাত্রলীগ নেতা রনি পাকরাও


প্রকাশিত: ৪:০৩ এএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৭ বার

মোস্তফা কামাল প্রধান   :   গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে 1দায়ের করা মামলায় একরামুল হক রনি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে রূপনগর থানা পুলিশ।

রনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম আ জ ম এনামুল হক। তিনি শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার।

রূপনগর থানার ওসি শহীদ আলম জানান, বছর খানেক আগে রনি নামের ছাত্রলীগের ওই নেতা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের কথা বলে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে রনি।

কিন্তু বিয়ের জন্য তাকে চাপ দিলে সে তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে রনিকে আসামি করে গত ১৭ মে রূপনগর থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গ্রেফতার করে।