• শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫

বিয়ের আগেই হবু বউয়ের সঙ্গে ঝামেলায় যুবরাজ সিং


প্রকাশিত: ১০:৩০ পিএম, ১০ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

সাইফুল বারী মাসুম  :   চলতি বছরেই গাঁটছড়া বাঁধবেন যুবরাজ সিংহ। পাত্রী অভিনেত্রী হ্যাজেল কিচ। কিন্তু বিয়ের আগেই ঝামেলায় জড়ালেন এই জুটি।
1কেন জানেন?আসলে হনিমুন ডেস্টিনেশন নিয়ে নাকি মতবিরোধ শুরু হয়েছে হবু কাপলের।
হাওয়াই দ্বীপে হনিমুনে যেতে চান হ্যাজেল। কিন্তু যুবরাজের পছন্দ মলদ্বীপ অথবা বোরা বোরা। গত বছর এনগেজমেন্টের সময় থেকেই নাকি হনিমুন প্ল্যান শুরু হয়েছে।
কিন্তু তা নিয়ে বিরোধ এখনও মেটেনি। তবে যুবরাজের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, শেষ পর্যন্ত হয়তো ‘লেডি লভ’-এর কথাই রাখবেন যুবি।