• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

বিস্ফোরক মামলায় ওয়ান্টেড বিএনপির বুলু শিমুল বিশ্বাস ও মারুফ কামাল


প্রকাশিত: ৯:০০ পিএম, ২১ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

 

স্টাফ রিপোর্টার  :  বিস্ফোরক আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান bnp-www-jatirkhantha-com-bdবরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

একই সঙ্গে আগামী বছরের ২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারির ওপর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ১৯ মার্চ বিস্ফোরক আইনে মামলাটি করে পুলিশ।

আদালত আজ এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার পলাতক ১৬ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
১৬ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।