বিস্কুটে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করায় বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বেকারি প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানির তৈরি বিস্কুটে ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া ব্যবহার করায় ওই কোম্পানিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে বনফুলের পটিয়া কারখানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. সারওয়ার আলম বলেন, বনফুলের কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ২৫ কেজি করে প্রায় ২০৭৫ কেজি অ্যামোনিয়া রয়েছে। ওই কারখানায় তৈরি বিস্কুট ও বেকারি পণ্যে অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে নিম্নমানের ডালডা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে।