বিসিএস চাকরী যুদ্ধ-পদ ১২২৬-চাকরী চায় আড়াই লাখ প্রার্থী
বিশেষ প্রতিনিধি : সারাদেশের ২ লাখ ৪৩ হাজার প্রার্থী চায় বিসিএস ক্যাডার সার্ভিসের চাকরী। অথচ পদ মাত্র ১২২৬টি। এলক্ষ্যে আজ তাঁরা ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা দিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। চাকরী যুদ্ধের পরীক্ষা চলে একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে। এতে অংশ নিচ্ছেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রত্যাশী।
পিএসসি সূত্র জানায়, গত মাসে কমিশনের সভায় ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। আজ দুই ঘণ্টা সময়ে মোট ১০টি বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।
এ পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ সঙ্গে রাখা নিষিদ্ধ করেছে পিএসসি। সময় জানার জন্য পরীক্ষার হলে দেয়াল ঘড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
কারও কাছে এগুলো পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
সাধারণ ক্যাডারে মোট ৪৬৫ জনসহ মোট ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।