• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্ব সেরা উদ্যোক্তা সেলিমা আহমাদকে সংবর্ধনা ॥ নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস নরওয়ের


প্রকাশিত: ১২:৩৬ এএম, ৫ জুন ১৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩০০ বার

শফিক আজিজ: ঢাকা ৪ জুন ২০১৪:

 

salima-1বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মারেটে লুন্ডেমো। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এ বছর ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পাওয়া বাংলাদেশের নারী উদ্যোক্তা নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদকে দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সেলিমা আহমাদকে এই পুরস্কার দেওয়া হয়। গত ১৫ মে নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে তাঁকে পুরস্কার দেয় অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। এর আগে ২০১২ সালে সামাজিক দায়িত্ব ও নৈতিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার পান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

maretaসংবর্ধনা অনুষ্ঠানে মারেটে লুন্ডেমো বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত অগ্রসরমাণ। দেশের বেসরকারি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু নারীরা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে। তাঁদের বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা পার হতে হয়।
নরওয়ে সরকারের পক্ষ থেকে সুবিধা অনুযায়ী বেসরকারি খাতের নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দেন তিনি।
বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পাওয়ায় এবং নরওয়ের রাষ্ট্রদূত সংবর্ধনা দেওয়ায় নরওয়ের সরকার ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সেলিমা আহমাদ বলেন, ‘এটা কেবল আমার অর্জন নয়, গোটা বাংলাদেশের অর্জন। গোটা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অর্জন এটা।’ সবাইকে একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

salima-2সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।