বিশ্বে এগিয়ে যাওয়া ৫টি দেশের মধ্যে একটি বাংলাদেশ
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন,বিশ্বে এগিয়ে যাওয়া ৫টি দেশের মধ্যে একটি বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে ১০ ডিসেম্বর জাতির পিতা চট্টগ্রামে বাংলাদেশ নৌ বাহিনী দিসব উপলক্ষে এক ভাষণে বলেছিলেন- ‘আমাদের নৌ বাহিনীর প্রয়োজন, আমাদের সম্পদ রক্ষা ও সাইক্লোন মোকাবেলা করার জন্য। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা শান্তিকামী জাতি। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু আত্মরক্ষা করার মত ক্ষমতাও আমাদের থাকা দরকার। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সহাবস্থানে। দুনিয়ার শান্তিতে আমরা বিশ্বাস করি। জাতির পিতা ছিলেন বিশ্বের শান্তিকামী নেতা। পাশাপাশি শত্রু মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট শক্তি যাতে থাকে সেদিকেও লক্ষ্য রেখেছেন’।
শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে নৌ-বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাত্র ৪৯ জন নাবিক নিয়ে ভারত হতে সংগৃহীত দুটি পেট্রলকার মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ নৌ বাহিনীর যাত্রা শুরু হয়। ক্ষুদ্র এই বাহিনীর সদস্যগণ অপারেশন জ্যাকপট সহ অসংখ্য গুরুত্বপূর্ণ অপারেশনের মাধ্যমে দেশের নৌ বাহিনীর সামর্থ তুলে ধরে।