• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর দেশের তালিকায় কানাডা


প্রকাশিত: ৫:০৫ এএম, ১২ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬২৭ বার

3কানাডা থেকে মিল্টন খন্দকার  :  বিশ্বের শীর্ষ দশ সুখী দেশের তালিকায় নারীর কানাডা এবার তালিকাতেও স্থান করে নিলো। আর সেই সৌন্দর্য হলো- সুন্দরী নারী। অন্যরকম কদর রয়েছে পৃথিবী জুড়ে। একটি সুন্দর মুখের কাছে অনেক কিছুই হার মেনে যায়। পৃথিবীর সব দেশেই আছে সুন্দরী নারী।
1
ভারতীয় নারীদের কালো চুল আর বাদামী ত্বকের সবচাইতে নজরকাড়া সৌন্দর্য সারা বিশ্বে নন্দিত হলেও তাঁদের হার মানিয়ে শীর্ষে স্থান করে নিয়েছে ব্রাজিল। আর ভারতের অবস্থান চতুর্থে। কানাডা রয়েছে তালিকার সপ্তমে। এক জরিপে বলা হয়, কানাডীয় নারীদের মাঝে রয়েছে অন্যতম এ2ক উষ্ণতা যা সহজেই মানুষকে আকর্ষণ করে। শুধু তাই নয়, বলা হয় তাদের ফ্যাশন সেন্সও অনেক ভালো।

শীর্ষ সেরা দশ সুন্দরী নারীর দেশগুলো হলো- ব্রাজিল, ভেনেজুয়েলা, রাশিয়া, ভারত, স্লোভাকিয়া, সুইডেন্, কানাডা, আর্জেন্টিনা, ইউক্রেইন এবং কলম্বিয়া।
উলেক্ষ্য, প্রতিবেদনে বলা হয়- কলম্বিয়া খুব অপরাধে ভরা একটি দেশ হলেও এই দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত বটে।