বিশ্বের আরেক ওয়াসিম আকরাম কাটার যাদুকর বাংলাদেশের মুস্তাফিজ-স্টেইন
সাইফুল বারী মাসুম : বিশ্বের আরেক ওয়াসিম আকরাম কাটার যাদুকর বাংলাদেশের মুস্তাফিজ বলে মন্তব্য করেছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইনের। ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিতে জুড়ি নেই এবার এই তারকা পেসারও মুস্তাফিজুর রহমানের কাটার জাদুতে ভক্ত বনে গেছেন। ‘কাটার মাস্টার’কে তার সময়ের সবচেয়ে প্রতিভাবান বোলার বলতে নিশ্চয়ই কারও আপত্তি থাকবে না। কিন্তু তাই বলে ‘সুইং কিং’ খ্যাত ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা!
হ্যাঁ, টাইগার সেনসেশন মুস্তাফিজকে ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করে বসলেন হালের পেসারদের আইডল ডেল স্টেইন। তিনি বলেন, ‘ওয়াসিম আকরামের যে দক্ষতা ছিল মুস্তাফিজেররও তা আছে। আমি বলবো না- মুস্তাফিজ বলে ওয়াসিম আকরামের মতো ওই রকম সুইং দিতে পারে, তবে তাকে বল করতে দেখাটা দারুন।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে খেলতে যাওয়া স্টেইন এক বিশেষ সাক্ষাৎকারে ইনটুডে ডট ইন-কে এসব কথা বলেন। আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজও। শুরুর সবক’টি ম্যাচে দাপুটে খেললেও মঙ্গলবার রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে জ্বলে উঠতে পারেননি তিনি। দুই ওভার বল করে দিয়েছেন ২১ রান।
টি ২০-তে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে ২৪ ম্যাচে ৫২ উইকেট মুস্তাফিজের ঝুলিতে। তার তিনটি ৫ উইকেটের ইনিংসে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।