• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

বিশ্বরেকর্ড মেসি’র-ভেনিজুয়েলাকে নাকানি চুবানি-এবার ফাইনালের জাদু দেখবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ২:০২ পিএম, ১৯ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২২৯ বার

আসমা খন্দকার   :   বিশ্বরেকর্ডে মেসি’র-ভেনিজুয়েলাকে নাকানি চুবানি-এবার ফা্ইনালের জাদু 1দেখবে যুক্তরাষ্ট্র। রেকর্ড গড়ার জন্যই যেন মেসির জন্ম। ফুটবল জীবনে অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তোলার পথে নতুন এক রেকর্ড বুকেও ঢুকে গেছেন। সর্বোচ্চ পাঁচ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি এখন দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিকও।

1শতবার্ষিকী কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন বার্সা তারকা। পানামার বিপক্ষে হ্যাটট্রিকের পর রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন রেকর্ড ছোঁয়া গোলটি। আর এই গোলের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে বাতিস্তুতা ও মেসি গোল সংখ্যা এখন ৫৪টি।

এদিন, দলকে ফাইনালে তোলার পথে নিজে এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই আরেকটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবেন মেসি?