‘বিশ্বজিত থেকে খাদিজার হামলাকারী-কারো রক্ষা নেই’
বিশেষ প্রতিনিধি : রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই আওয়ামী লীগ সরকার অপরাধীদের শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সিলেটে খাদিজা নার্গিসকে আক্রমণকারী বদরুলকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে স্ট্যাটাসে জয় আরও বলেন, ‘বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানরাও গ্রেফতার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনও সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।’
সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস-
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘কেউ কেউ এমন নোংরামি ছড়ায় যে, আমরা যেন শুধু আওয়ামী লীগের বিরোধিতাকারীদের গ্রেফতার করছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি, যারা মানুষের ওপর আক্রমণ করে, যারা মানুষ পুড়িয়ে মারে, যারা হত্যায় জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থানে জড়িত। এটা হচ্ছে তাই, যা করা উচিত।’
আইনের চোখে সবাই সমান উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের আইন মেনে চলে জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক, ক্ষ