• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

চিরকুমার বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর মনিরুজ্জামান মিঞা না ফেরার দেশে


প্রকাশিত: ১:৩৪ পিএম, ১৩ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১৬ বার

স্টাফ রিপোর্টার  :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রাজনীতি বিশ্লেষক ও বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর মনিরুজ্জামান মিঞা ইন্তেকাল করেছেন। (ইvc.Moniruzzaman-www.jatirkhantha.com.bdন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

সোমবার দুপুর ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জাতিরকন্ঠকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানী কবরস্থানে তাকে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে।মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়।মনিরুজ্জামান মিঞা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন।