• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিরাটের নয়া প্রেমের ইনিংস


প্রকাশিত: ৭:৩০ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

এন হোসেন  : জন্মদিনে এমন উপহার আগে কখনও পেয়েছেন কি অনুষ্কা? হতে পারে অনেক দামি গিফট পেয়েছেন। কিন্তু এমন অভিনব পুরস্কার 1পেয়েছিলেন কি আগে? এ বার ‘এক্স’-এর কাছ থেকে পেলেন এমনই তাক লাগানো উপহার। ব্রেক আপের সময় নিজের টুইটার ও ইনস্টাগ্রাম থেকে অনুষ্কাকে আনফলো করে দিয়েছিলেন বিরাট।

কিন্তু বেশ কিছুদিন ধরেই বিরুষ্কার সম্পর্কের বরফ গলছিল একটু একটু করে। লোকের ব্যাঙ্গের মুখ থেকে অনুষ্কাকে রক্ষা করা থেকে শুরু করে একসঙ্গে রেস্তোরাঁয় ডিনারে যাওয়া, সবেতেই প্যাচ আপের একটা চোরা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ বার জন্মদিনের উপহারে প্রাক্তনকে চমকে দিয়ে আরও এক ধাপ এগোলেন বিরাট কোহালি।

গত ১ মে ছিল অনুষ্কার জন্মদিন। ছবির শুটিং-এ পঞ্জাবে ছিলেন অনুষ্কা। সেখানেই সকলের সঙ্গে কেক কেটে জন্মদিন এনজয় করেন তিনি। কিন্তু সবার অলক্ষে ‘একক্লুসিভ’ উপহার পেলেন এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে। অনুষ্কাকে ফের ইনস্টাগ্রাম ও টুইটারের ‘ফলো’ করলেন বিরাট। তাহলে কি এ বার সত্যিই রিইউনিয়ন হতে চলেছে? উত্তর দেবে সময়ই।