• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিরাটের ঠোঁটে ঠোঁট রাখলেন অানুশকা


প্রকাশিত: ৩:২২ এএম, ৪ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

মুম্বাই থেকে প্রদীপ পাল   :   অনেকদিন ধরেই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছিলেন ভারতের 12তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিছুদিন আগে তাদের মধ্যে ছাড়াছাড়ির খবরও শোনা গিয়েছিল। তবে মান-অভিমানের পালা সাঙ্গ করে ফের দু’জন কাছাকাছি এসেছেন।

প্রথমে দু’জন একসঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির পার্টিতে গিয়েছিলেন। এরপর আইপিএল চলাকালীন কোহলি ও অানুশকাকে দেখা গিয়েছিল জাপানি রেস্তোরাঁয়। এমনকী, অানুশকার ইনস্টাগ্রামেও নতুন করে ‘ফলো’ করতে দেখা যাচ্ছিল কোহলিকে। দু’জনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক যে হচ্ছিল তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু, প্রশ্ন ছিল কতটা কাছাকাছি এলেন দু’জনে?

এবার তারই প্রমাণ দিলেন বিরাট কোহলি ও অানুশকা শর্মা। ‘সুলতান’ ছবির শ্যুটিংয়ে বুদাপেস্টে গেলেন আনুশকা। আর মুম্বাই বিমানবন্দরে প্রেমিকাকে বিদায় জানাতে এসেছিলেন কোহলি। গাড়ি থেকে নামার আগে বিরাটের ঠোঁটে ঠোঁট রাখলেন অানুশকা। মুহূর্তে উপস্থিত মিডিয়ার ক্যামেরায় ফ্ল্যাশ-এর ঝলকানি।