বিমান সিবিএ নির্বাচনে পুনঃ নির্বাচিত সভাপতি মশিকুর সম্পাদক মন্তাছার
স্টাফ রিপোর্টার.ঢাকা: গত পহেলা জানুয়ারী বিপুল আনন্দঘন পরিবেশে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সিবিএ (কানেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে বিমান শ্রমিক লীগ (রেজিঃ নম্বর-বি-২০২৫) বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মোঃ মশিকুর রহমান এবং সাধারন সম্পাদক পদে মোঃ মন্তাছার রহমান এর নেতৃত্বে টানা দ্বিতীয় বারের মত সিবিএ নির্বাচিত হয়। ওই দিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট স্টেশনে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ২১৫০ জন ভোটারের মধ্যে ১৯১৫ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
নির্বাচনে বিমান শ্রমিক লীগ ১১১৫টি ভোট লাভ করতে সক্ষম হয়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন রেজিঃ নম্বর-বি-১৯১৭, ৮০৮ টি ভোট লাভ করে।