• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

বিমানে এক সেক্সিনারী আরেক নারীর স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে হয়রানি


প্রকাশিত: ১:১২ এএম, ১৫ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩০৮ বার

ডেস্ক রিপোর্টার  :  বিমানে এক নারী তার পাশের সিটের আরেক নারী যাত্রীকে যৌন হয়রানি করায় 29গ্রেফতার হয়েছেন। গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ করেন হয়রানির শিকার ওই নারী।পুলিশ জানিয়েছে, লাস ভেগাস থেকে বিমানযোগে ওরেগনে নিজ বাড়িতে ফেরার পথে এই যৌন হয়রানির ঘটনা ঘটে। ২৬ বছর বয়সি ম্যাককিনি পোর্টল্যান্ডে তার বাড়িতে যাওয়ার পথে বিমানে অন্য এক নারীর শরীরে হাত দেন।

শরীরের স্পর্শকাতর অঙ্গে অযাচিতভাবে হাত দেওয়ায় ওই নারী অভিযোগ করলে ম্যাককিনিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ওই দুই নারী আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে যার যার বাড়িতে ফিরছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অন্য যাত্রীরাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। অবশেষে আড়াইহাজার ডলার দিয়ে জামিন নেন ম্যাককিনি।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ম্যাককিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে। এর আগে তার বিরুদ্ধে মাতাল অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

ম্যাককিনি লেসবিয়ান নন। যে কারণে তার এ আচরণকে যৌন হয়রানি বলে নথিভুক্ত করেছে পুলিশ। ম্যাককিনির ফেসবুক পোস্ট থেকে দেখা যায়, তিনি রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক।